Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

জরুরী সেবা হিসেবে নির্বাচন কমিশন বাংলাদেশ কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য নতুন ভোটার নিবন্ধন সেবা প্রদান করে যাচ্ছেন। প্রতি সপ্তাহের রবিবার ও মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকা হতে ভোটারদের নিবন্ধন করা হচ্ছে। যারা এখনো ভোটার হতে পারেননি বা ভোটার হতে ইচ্ছুক তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে (services.nidw.gov.bd) ভোটার নিবন্ধন ফরম-২ পূরণপূর্বক প্রিন্ট করে হার্ডকপিতে আবেদনকারীর স্বাক্ষর, শনাক্তকারীর স্বাক্ষর এবং যাচাইকারীর সীলসহ স্বাক্ষর প্রদান করে স্ব-শরীরে অত্রাফিসে উপস্থিত হয়ে ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন। যে সকল দলিলাদি সংযুক্ত করতে হবেঃ

                                                 ১। অনলাইন জন্ম সনদ ফটোকপি সত্যায়িত

                                                                ২।  এইচ এস সি/এস এস সি/পিএসসি/সনদ ফটোকপি সত্যায়িত (প্রযোজ্য ক্ষেত্রে)

                                                               ৩। নাগরিকত্ব সনদ (মূল কপি)

৪। চেয়ারম্যান কর্তৃক স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র(মুল কপি)

৫। ভোটার তালিকা হালনাগাদের সময় কেন ভোটার হতে পারেনি এবং ইতোপূর্বে   

  কোথাও  ভোটার তালিকাভূক্ত হননি মর্মে একটি অঙ্গীকারনামা ফরম-২ এর সাথে     

   দাখিল করবেন।

৬।  পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত

৭। বিবাহের কাবিন নামা (প্রযোজ্য ক্ষেত্রে)

৮।  স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৯।  বিদ্যুৎ বিল মূল কপি(পরিশোধিত)

১০। চৌকিদারি  রশিদের ফটোকপি।

১১। রক্তের গ্রুপের জন্য  প্যাথলজিক্যাল প্রতিবেদন মূলকপি/ফটোকপি সত্যায়িত

১২। পাসপোর্টের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

১৩। শিক্ষার্থীর পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)